হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন আমিও ভালো আছি আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ওয়ান্টেড টিউটোরিয়াল এসেছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে জাভা মোবাইল দিয়ে ট্রিকবিডি এর মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন।অনেকেই আছেন যারা এন্ড্রয়েড ফোন না থাকায় জাভা মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান। তাই আমি এই টিউটোরিয়াল টি নিয়ে এসেছি।
আবার অনেকেই মনে করেন যে জাভা মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় না। আপনাদের এই ধারনাটা ভুল। কারণ জাভা মোবাইল দিও ওয়ার্ডপ্রেস সাইট বানানো যায় এবং অনেকেই তৈরি ও করেছে। তো চলুন কিভাবে বানাবেন।
ডোমেইন এবং হোস্টিং
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। এজন্য আপনি বাংলাদেশী ভালো হোস্টিং সাইট থেকে স্বল্পমূল্যে ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে পারেন।
আর যদি আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে না চান তাহলে ফ্রী হস্টিং এ তৈরি করতে পারবেন। এজন্য আপনি byethost.com সাইন আপ করতে পারেন এবং সেখান থেকে ফ্রী Vista panel পাবেন। এটা হুবহু সিপ্যানেলের মতই। এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।
আমার কিছু কথা:
বর্তমানে আমার হাতের কাছে জাভা ফোনটি না থাকায় জাভা ফোনের স্ক্রিনশট দিতে পারিনি। এতে আপনারা মনে করবেন না যে জাভা ফোন দিয়ে বানানো যাবে না।
আমি স্ক্রিনশটে যেভাবে যেভাবে কাজ করেছি আপনারা ঠিক সেই ভাবেই কাজ করবেন।
প্রথমে আপনার সিপ্যানেল অথবা Vista panel এ লগইন করুন। এরপর নিচে গিয়ে Softaculas apps installer নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
এরপর WordPress এর উপর ক্লিক করবেন। তারপর Install now তে ক্লিক করুন
এখন আপনার ডোমেইন নেম সিলেক্ট করুন এবং In derectory অপশনটি ফাকা রাখুন।
এরপর Site name এ আপনার ওয়েবসাইট নেম এবং Site Description এ ডেসক্রিপশন দিন।
এরপর এডমিন ইউজারনেম এ আপনার নাম দিন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিন। তারপর Email এ আপনার ই-মেইল অ্যাড্রেস দিন।
এরপর Install এ ক্লিক করুন।
এরপর যে পেজটি আসবে সেখানে দুইটি লিংক থাকবে। প্রথমটি আপনার ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় টি এডমিন প্যানেলের লিংক।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। পরের পর্বে আমি দেখাব কিভাবে ট্রিকবিডি থিম ইন্সটল করতে হয়।
পরের পর্ব খুব শীঘ্রই পাবেন। না পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।